ঋতুরাণী শরৎ-এর আগমন,
কৃষকের মুখে যেন জয়গান।
চারদিকে জলে ভরা থইথই,
ব্যাঙের খেলা চলে হইচই।
নীল আকাশে মেঘের ভেলা,
খোকা-খুকিরা করছে খেলা।
কাশফুলে ফুটেছে সৌন্দর্য,
কিষাণী করে নবান্নের কার্য।
ফুলে-ফলে ভরা রয় এ ঋতু,
মন খারাপের নাই যে হেতু।
শরৎ এক বিস্ময়, সে যে ঋতুরাণী
ষড়ঋতুর ধারক বঙ্গ আমার জন্মভূমি।
-মৃধা মুহাম্মাদ আমিনুল
ফাযিল (ডিগ্রি) ১ম বর্ষ, ছারছীনা আলিয়া মাদরাসা, আমতলী, বরগুনা।