কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রভুর হুকুমে

post title will place here

পূর্বাকাশে রোজ সকালে

সূর্যি মামা উঠে,

হরেক রকম ফুল কলিরা

কানন ভরে ফোঁটে। 

মাটির বক্ষে ফসল ফলে 

বৃষ্টিতে পায় প্রাণ,

পাখির কণ্ঠে নিত্য শুনি

মিষ্টি মধুর গান।

দখিনা হাওয়া ধানের শীষে

ঢেউয়ের খেলা তুলে,

কবি মনে নতুন ভাবনা

জাগায় দুলে দুলে।

ফুল বাগানে প্রজাপতির

নিতুই বসে মেলা,

কারুকাজে ডানা ভরা

খোকার জমে খেলা।

জোয়ার ভাটা নিত্য ঘটে

মিঠা স্বাদু পানি,

কেউ মিশে না কারও সাথে

প্রভুর হুকুম মানি।

সন্ধ্যা বেলা বাঁশ ঝাড়েতে 

পাতার ফাঁকে ফাঁকে, 

মিটি মিটি ছড়ায় আলো 

জোনাক ঝাঁকে ঝাঁকে।

জ্যোৎস্না রাতে চাঁদের আলোয়

ধু-ধু বালুর চর,

হেরার জ্যোতি ছড়ায় যেন 

স্তরের প’রে স্তর।

মো. শফিকুল ইসলাম

ভুয়াপুর, টাংগাইল।

Magazine