কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শান্তির ছায়াতলে

post title will place here
কীসের ভয় কীসের ভীতি,
আমরা হলাম বীরের জাতি।
জীবন দিয়ে রুখব মোরা,
যতসব অত্যাচার আর দুর্নীতি।
গড়ব মোরা এমন সমাজ,
থাকবে না কেউ যুলুমবাজ।
হাসবে সবাই শান্তি পেয়ে,
শুনবে নাকো কান্নার আওয়াজ।
সত্য ন্যায়ে গড়ব জীবন,
এমন জাতি করব গঠন।
মিথ্যা কেহ বলবে নাকো,
ধরবে না কেউ পরের ধন।
ভুখা-নাঙ্গারে অন্ন যোগাতে,
ঘুরবে মানুষ পথে পথে।
ধনী গরীব সবাই মিলে,
মিশে যাবে বিভেদ ভুলে।
অবিচার আর যুলুম ভুলে,
দুঃখ বিষাদ পিছে ফেলে।
সব মানুষে কাঁধে মিলে,
রবে শান্তির ছায়াতলে।
মোস্তফা ইউসুফ আলম
কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ।
Magazine