দুনিয়ার রঙে মোরা হয়েছি রঙিন,
কবরের কথা ভুলে গেছি রাতদিন।
হামেশায় গুনাহ করে কেটে যায় বেলা,
জীবনের দামি কাল করি অবহেলা।
দুনিয়ার হায়াতের নিভে গেলে বাতি,
কবরে একা যাব রবে নাকো সাথী।
এসো তাই পরপারে পেতে হলে সুখ,
আখেরাতমুখী হই ছেড়ে যত ভোগ।
মিজানুর রহমান
মাওনা বাজার, শ্রীপুর, গাজীপুর।