কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পবিত্র কুরআন

বিশ্বসেরা ধর্মগ্রন্থ

পবিত্র কুরআন,

দিনে দিনে বাড়ছে যে তার

অফুরন্ত শান।

সত্য গ্রন্থ মুক্তির বাণী

পবিত্র কুরআন,

সৎ পথের দিশা এটি

আল-ফুরকান।

বিজ্ঞানীদের জ্ঞান দিয়ে

যত উদ্ভাবন হয়,

অনুসদ্ধান করে দেখে

আল-কুরআনে রয়।

নতুন নতুন যত আছে

আবিষ্কারের দিক,

কুরআন তখন মনে হয়

নিত্য আধুনিক।

বুঝেও তুমি অবুঝ সেজে

করবে কদিন ভান?

জানতে হবে মানতে হবে

পবিত্র কুরআন।

শেখ মীযানুর রহমান

সহকারী লাইব্রেরিয়ান,

হাজিগঞ্জ ডিগ্রি কলেজ, চাঁদপুর।

Magazine