কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আমার দেশ

চারিদিকে ভরা দেখি সবুজের বন 
পাখিদের কলরবে ভালো থাকে মন।
সবুজ-শ্যামল ভরা চারিদিকে বেশ
অপলকে চেয়ে দেখা হয় না তো শেষ।
রাখাল চরায় গরু সবুজের বনে
বাঁশির লম্বা সুর দেয় ক্ষণে ক্ষণে। 
এমন সবুজ বন নেই কোথাও আর 
শান্তি ও সুখময় দেশটা আমার।
-মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।
Magazine