কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঋণের দায়ে

হৃদয় মাঝে জমাট বাঁধে কালো মেঘ,

ঋণের দায়ে জড়িয়ে নিজে হলে শেষ।

শখের বসে কিনলে গাড়ি কিস্তি লোনে,

অলস হয়ে কাটালে স্ক্রল করে ফোনে।

পাহাড়সমান বোঝা ঘাড়ের উপর,

কিস্তির খাতায় তবে পড়ল নযর।

ঋণ নিয়ে ঋণ শোধে ভাব তুমি জ্ঞানী,

মাস শেষে ঋণদাতা করে টানাটানি।

কালো মেঘ গাঢ় হলো পড়ে শুধু পানি,

ভিটেমাটি সবই গেল কর রাহাজানি।

লোনের সূদে ঋণের বোঝা হলো বড়,

দিনে দিনে বেড়ে গেল ভারী হলো আরো।

সবকিছু ছেড়েছুড়ে বাড়ি থেকে গেলে,

হতাশ তুমি এখন মৃত্যু বেছে নিলে।

-মিফতাউল ইসলাম

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine