কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিদায়!

কোনো পূর্ণিমা সন্ধ্যায় রূপ সাগরের পারে,

ডাক এসে যাবে ওপারের পানে।

হাওয়ায় দোলা কত সুখের কত রঙে,

তন্দ্রাহরণী চাঁদের আলোয় চলে যাবে।

রঙিন স্বপ্ন মাখা মুগ্ধ চোখের ধরণী ছেড়ে,

সকল দুঃখ সুখের অবসানে উদাসী মন যাবে ওপারে।

স্বপ্ন পসরা ছেড়ে মায়ার ফুল ডালা ছিন্নে,

হারিয়ে যাবে কোনো সুপ্ত আওয়াজে।

যবে ভিড়বে এসে তরণী তোমার বিদায় ঘাটে,

উৎসব আঙিনা ছেড়ে হবে সম্ভাষণ ওপারে।

-আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক

ফারেগআল-জামিআহ আস-সালাফিয়্যাহ,

বানারাসভারত


Magazine