বেজে উঠেছে ঘণ্টা রামাযান আগমনের,
বাতাস বয়ে যাচ্ছে অবারিত ক্ষমা লাভের।
অবতীর্ণ হলো রামাযানেতে পরম রবের বাণী,
রহমত-বরকত-মাগফিরাত আশ্রিত আছে সবই মোরা জানি।
রামাযানের পয়গামে জিঞ্জিরাবদ্ধ হয় শয়তান,
তৎক্ষণাৎ পাপক্ষালনের ধোঁয়া উদগীর্ণ হয়- এই যে ফরমান।
রামাযানের আগমনে অধিষ্ঠান হয় পুণ্যসঞ্চয়ের আহ্বান,
অনবদ্য এই সুযোগে মযবূত করে নাও তোমার ঈমান।
রহমত অভিষিক্ত রামাযানের অভিষেকে করো পরিহার অপবাদ, গীবত, হিংসা, অহংকার, হারাম কর্ম-কথা, শিরক আর বিদআত,
নিষুপ্ত রজনিতে নিবিষ্টচিত্তে তাহাজ্জুদ সমেত নিরন্তর প্রয়াসে ইবাদত করে যাও– মিলবে তবেই জান্নাত।
মোদের তরে আসন্ন সেই ঈপ্সিত রামাযান,
‘আহলান ওয়া সাহলান’ —বলে জানাই তোমাকে সম্ভাষণ।
-রিফাত সাঈদ
শিক্ষার্থী, মাদরাসাতুল হাদীছ,
নাজির বাজার, বংশাল, ঢাকা।