কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রামাযানের সম্ভাষণ

post title will place here
বেজে উঠেছে ঘণ্টা রামাযান আগমনের,
বাতাস বয়ে যাচ্ছে অবারিত ক্ষমা লাভের।
অবতীর্ণ হলো রামাযানেতে পরম রবের বাণী, 
রহমত-বরকত-মাগফিরাত আশ্রিত আছে সবই মোরা জানি।
রামাযানের পয়গামে জিঞ্জিরাবদ্ধ হয় শয়তান, 
তৎক্ষণাৎ পাপক্ষালনের ধোঁয়া উদগীর্ণ হয়- এই যে ফরমান।
রামাযানের আগমনে অধিষ্ঠান হয় পুণ্যসঞ্চয়ের আহ্বান, 
অনবদ্য এই সুযোগে মযবূত করে নাও তোমার ঈমান।
রহমত অভিষিক্ত রামাযানের অভিষেকে করো পরিহার অপবাদ, গীবত, হিংসা, অহংকার, হারাম কর্ম-কথা, শিরক আর বিদআত, 
নিষুপ্ত রজনিতে নিবিষ্টচিত্তে তাহাজ্জুদ সমেত নিরন্তর প্রয়াসে ইবাদত করে যাও– মিলবে তবেই জান্নাত।
মোদের তরে আসন্ন সেই ঈপ্সিত রামাযান,
‘আহলান ওয়া সাহলান’ —বলে জানাই তোমাকে সম্ভাষণ।
-রিফাত সাঈদ
শিক্ষার্থী, মাদরাসাতুল হাদীছ, 
নাজির বাজার, বংশাল, ঢাকা।
Magazine