এই অপরূপ সৃষ্টি দেখি
তোমার দেওয়া দৃষ্টিতে,
মধুর মাঝে পাই যে শেফা
মধুর খাঁটি মিষ্টিতে।
বন-পাহাড়ের লতা-পাতা
প্রাণ ফিরে পায় বৃষ্টিতে,
যতই দেখি চোখটা জুড়ায়
নিপুণ হাতের সৃষ্টিতে।
শান্তি খুঁজি তোমার দেওয়া
দ্বীন-ইসলামের কৃষ্টিতে,
তোমার নামে এই পৃথিবীর
সবই থাকে নিশ্চিতে।
জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।