বার্তা নিয়ে এলো শীত
ঝরে গাছের পাতা,
শিশিরভেজা ঘাসের বুকে
ছড়িয়ে দিয়ে মায়া।
ভোরের শীতল হাওয়া গায়ে,
শিশিরবিন্দু ঘাসের ডগায় লেপটে,
সূর্যের ক্ষীণ আলো বিকিরণ ছড়িয়ে
হিরা-মুক্তা প্রলেপ সারা গাঁয়ে।
হাসির রেখা কৃষক মুখে
ধানের গাদা উঠোন জুড়ে,
নতুন চালের স্বপ্ন বুনে
মখমলে ঐ কুয়াশা ভোরে।
শীত যখন জাপটে ধরে
ধনী-গরীব সবাই কাঁপে,
উঠলে রবি পুবাকাশে
মুখে হাসি মিষ্টি তাপে।
হরেক পিঠা, খেজুর রসে
খুশির আমেজ সবার মাঝে,
সুখ বিতরণ করে অকপটচিত্তে
প্রকৃতি সাজে আপন সাজে।
-তাহসীন আহমাদ
শিক্ষার্থী, জামিয়া শারইয়্যাহ, মালিবাগ, ঢাকা।