কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শীতের আয়েশ

post title will place here
বার্তা নিয়ে এলো শীত 
ঝরে গাছের পাতা,
 শিশিরভেজা ঘাসের বুকে 
ছড়িয়ে দিয়ে মায়া। 
ভোরের শীতল হাওয়া গায়ে, 
শিশিরবিন্দু ঘাসের ডগায় লেপটে, 
 সূর্যের ক্ষীণ আলো বিকিরণ ছড়িয়ে 
হিরা-মুক্তা প্রলেপ সারা গাঁয়ে।
হাসির রেখা কৃষক মুখে
ধানের গাদা উঠোন জুড়ে, 
নতুন চালের স্বপ্ন বুনে
মখমলে ঐ কুয়াশা ভোরে। 
শীত যখন জাপটে ধরে 
ধনী-গরীব সবাই কাঁপে,
উঠলে রবি পুবাকাশে 
মুখে হাসি মিষ্টি তাপে। 
হরেক পিঠা, খেজুর রসে
খুশির আমেজ সবার মাঝে,
সুখ বিতরণ করে অকপটচিত্তে
প্রকৃতি সাজে আপন সাজে।
-তাহসীন আহমাদ
শিক্ষার্থী, জামিয়া শারইয়্যাহ, মালিবাগ, ঢাকা।
Magazine