আরাফার ঐ ময়দান জুড়ে
কাঁদছে লাখো হাজী,
লাব্বাইক আল্লাহুম্মা
বলতে আমি রাজি।
দুনিয়ার এই লেবাস খুলে
হাজীর ঐ বেশ ধরে,
ছাফা-মারওয়া তাওয়াফ করি
আল্লাহ নামটি করে।
আরাফার দিন আকাশ-বাতাস
মধুর হয়ে উঠে,
হাজীরা সব আল্লাহ নামে
নতুন কলি ফুটে।
পাপ মুছে সব জন্ম নেয় ভাই
নিষ্পাপ শিশুর মতো,
আল্লাহর রহম পেয়ে সবাই
ভুলে যায় সব ক্ষত।
সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।