কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বইয়ের মূল্য

জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম
বইয়ের শব্দ ভাণ্ডার,
সেই বইয়ের ঊর্ধ্ব মূল্য
হয় প্রকাশক কাণ্ডার।
বইয়ের মূল্য থাকবে কম
পড়বে সকলেই বই,
জ্ঞান অর্জনে সিক্ত হবে
বইয়ের শখা ও সই।
বই পড়ায় উৎসাহ দিতে 
কমিয়ে দাও তার দাম,
তবেই বই বিক্রি বাড়বে
বাড়বে পাঠক হরদম।
লেখক লিখে পাঠক পেতে
প্রকাশক করে আয়,
মাঝে থেকে হারায় পাঠক 
লেখকরা ফেঁসে যায়।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine