জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম
বইয়ের শব্দ ভাণ্ডার,
সেই বইয়ের ঊর্ধ্ব মূল্য
হয় প্রকাশক কাণ্ডার।
বইয়ের মূল্য থাকবে কম
পড়বে সকলেই বই,
জ্ঞান অর্জনে সিক্ত হবে
বইয়ের শখা ও সই।
বই পড়ায় উৎসাহ দিতে
কমিয়ে দাও তার দাম,
তবেই বই বিক্রি বাড়বে
বাড়বে পাঠক হরদম।
লেখক লিখে পাঠক পেতে
প্রকাশক করে আয়,
মাঝে থেকে হারায় পাঠক
লেখকরা ফেঁসে যায়।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।