আর কত কাল ঝরবে বলো
রক্তের অশ্রু বাণ?
আর কত কাল গাইতে হবে
বিষাদ বিধুর গান।
আর কত মায়ের খালি হবে
বুকের অভিলাস?
আর কত পিতা কাঁধে নিবে
ছেলের মৃত লাশ?
আর কত কাল গিললে রক্ত
আসবে মুক্তির পথ?
ফিলিস্তীন স্বাধীন হবে
থামবে যুদ্ধের রথ।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।