কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রক্ত অশ্রু বাণ

post title will place here
আর কত কাল ঝরবে বলো
রক্তের অশ্রু বাণ? 
আর কত কাল গাইতে হবে
বিষাদ বিধুর গান। 
আর কত মায়ের খালি হবে
বুকের অভিলাস? 
আর কত পিতা কাঁধে নিবে
ছেলের মৃত লাশ? 
আর কত কাল গিললে রক্ত
আসবে মুক্তির পথ? 
ফিলিস্তীন স্বাধীন হবে
থামবে যুদ্ধের রথ।
-সাদিয়া আফরোজ 
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine