নীল গগণের পশ্চিমাকাশে
নতুন চাঁদ মুচকি হেসে
জানান দেয় এসেছে দ্বারে
মাহে রামাযান।
ওঠো মুমিন! ওঠো জেগে
প্রত্যেক রাতের শেষভাগে,
ক্ষমা চাও প্রভুর তরে
হাত তুলে তাঁর দ্বারে।
প্রভুর সন্তুষ্টি করো অর্জন
রেখে ছিয়াম শাহরে রামাযান,
সকল মিথ্যা করো বর্জন
তাহলে তুমি পাবে মার্জন।
করো বেশি তেলাওয়াতে কুরআন,
এসেছে যে দ্বারে মাহে রামাযান।
মাহফুজুর রহমান বিন আ. সাত্তার মাহমূদ
শিক্ষার্থী, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া,
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।