একুশ দিল বর্ণমালা
মায়ের মুখের বুলি,
প্রাণের দামে বর্ণমালা
বাঙালি নিলো কিনি।
অ আ ক খ বাংলা ভাষায়
লেখা ঐ বর্ণমালা,
ভাষার জন্য দেয়নি প্রাণ
ধরায় বাঙালি ছাড়া।
বাঙালিদের প্রাণের বোল
বাংলা মাতৃভাষা,
রক্ত দিয়ে জীবন দিয়ে
করল চাষ বাংলা ভাষা।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।