কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রতীক্ষিত রামাযান

post title will place here
প্রতীক্ষার প্রহর পেরিয়ে এলো আবার ফিরে,
রহমতে আর বরকতে যেই মাস রয়েছে ঘিরে। 
জাগবে সবে রোজ নিশিতে সাহরীর শুভক্ষণে,
করবে দু‘আ প্রভুর কাছে কাঁদবে আপন মনে। 
প্রভুপ্রেমী বান্দারা সব রাখবে আবার রোযা,
শুরু হবে ক্বদরের সেই মহান রাত্রি খোঁজা।
রাখবে ছিয়াম, পড়বে ছালাত, করবে ছাদাক্বা-দান, 
পুণ্যে ভরা হোক না এবার সবার রামাযান।
হাসবে কি সেই দুঃখী মনা ঘুঁচবে কি তার ব্যথা? 
মুছবে কি কেউ অশ্রু তার শুনবে দুঃখের কথা? 
হোক বাঁধা সেই বাঁধনগুলো হয়েছে যা ছিন্ন, 
হোক না মোদের এই রামাযান আগের চেয়ে ভিন্ন।
আবু বকর বিন আলতাফ
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 
বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। 
Magazine