কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈমান আর মুমিন

ঈমান হলো রবের প্রতি

অগাধ বিশ্বাস রাখা,

মুমিন হলো পুণ্য দিয়ে

পাপের বোঝা ঢাকা।

ঈমান হলো নবী-রাসূল

সত্যের বাহক তারা,

মুমিন হলো তাদের পথে

দিবে সবাই সাড়া।

ঈমান হলো আল-কুরআনে

মুক্তির দিশা আছে,

মুমিন হলো কুরাআন ছাড়া

অন্য কিতাব পাছে।

ঈমান হলো হাশরের মাঠে

কিয়ামতে হবে,

মুমিন হলো নেকীর কাজে

সর্বদা সে রবে।

ঈমান হলো জীবন দিয়ে

থাকা দ্বীনের পথে,

মুমিন হলো সফল হবে

চড়বে স্বর্গ রথে।

-আব্দুর রহমান

সুবার বাজার, পরশুরাম, ফেনী।

Magazine