কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কার হুকুমে

কার হুকুমে সূর্য উঠে
কার হুকুমে চাঁদ,
কার হুকুমে আলো আঁধার
দিনের পরে রাত?
কার হুকুমে উষার আলো
ফুটে পুব আকাশে,
কার হুকুমে গাছের পাতা
নড়ে যে বাতাসে?
কার হুকুমে ফুল ফুটে আর
পাকে নানা ফল,
কার হুকুমে খালে-বিলে
গড়ায় নদীর জল?
কার হুকুমে পাখিরা সব
নীলাকাশে উড়ে,
কার হুকুমে পাহাড়গুলো
দাঁড়িয়ে রয় দূরে?
সুখে-দুঃখে তাঁরই তরে

জানাই ফরিয়াদ

তিনি হলেন দয়ার সাগর
আল্লাহ মহান রব।

জিশান মাহমুদ

শ্রীবরদী, শেরপুর।

Magazine