কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

৩৬ জুলাই

পুঞ্জীভূত যন্ত্রণার ক্রন্দন রবে,
রক্তস্রোতে গড়া ইতিহাসে লিপি।
দুঃশাসনের ছত্রভঙ্গ আঁধারে,
কাঁপন তোলে ক্রুদ্ধ ছাত্রকণ্ঠের ধ্বনি।
কোটা কুহকের জালে বিপথে,
কূটনীতির দাবানল অগ্নিমন্ত্র।
শেখার মশাল জ্বলে হিংসার পথে,
অশ্রুত অঙ্গার ছুঁড়ে ব্যথার পঞ্চমন্ত্র।
আবু সাঈদের ত্যাগে জাগে সভ্যতা,
পথে নামে শত সহস্র জনতা।
শাসকের নিষ্পেষণে টুটি চেপে,
গর্জে ওঠে প্রতিরোধের মহাকাব্য।
মহাসড়ক হলো রক্তে রঞ্জিত,
ফ্যাসিবাদের মুখোশ হলো ভগ্নচিত্ত।
ছাত্রের কণ্ঠে প্রতিবাদের গান,
ন্যায় আর শৃঙ্খলা চায় বিদ্রোহী প্রাণ।
৫ আগস্টে ফ্যাসিস্টের অবসান,
বিদ্রোহে উঠুক নব আশা-গান।
‘৩৬ জুলাই’ দেখায় পথের দিশা,
ঐক্যের কণ্ঠে লিখুক নতুন নিশা।
-আনোয়ার সাদেক
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। 
Magazine