কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফুটবে না আর ফুলের হাসি

post title will place here

দু চক্ষুতে অশ্রু ভরা

হঠাৎ করেই স্বজনহারা

যায় বলা ভাষা,

ফুলগুলো আজ পড়লো ঝরে

মায়ের বুকটা খালি করে

ছিল শত আশা।

সাঁঝ সকালে ঘুম শেষে

স্কুলে রোজ হেসে হেসে,

মা জননীর মানিক সোনার

হইলো না আর আসা।

দেখবে না আর ফুলের হাসি

ঝরবে না আর মুক্তারাশি,

ফুড়ুৎ করে উড়ে গেলে

খালি করে বাসা।

মো. সামিউল ইসলাম রাসেল

বেলকুচি, সিরাজগঞ্জ।

Magazine