আর সময় নাই নষ্ট করার
নাইকো সময় চিন্তা-ভাবনার,
কোথায় তোমার ঢাল-তলোয়ার
কোথায় তোমার তীর?
কোথায় আছো তরুণ-যুবক
খালিদরূপী বীর?
কোথায় আছো উমার ফারূক
আবূ বকর উছমান আলী?
শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে
এসো দিতে জীবন বলি!
রক্ত দে তুই, রক্ত দেখা
জয়ধ্বনি তর রক্তে মাখা।
রক্ত ছাড়া হয়নি কভু
বিজয়গাঁথার গান,
রক্ত দিতেই বলি দে আজ
তাগূতগুলোর প্রাণ।
ধর তলোয়ার মাররে চাবুক
দেখুক ধরা সবাই ভাবুক,
ইসলাম নিয়ে ব্যঙ্গ করার
দুঃসাহস যে করে,
নিকৃষ্ট এই শাস্তি ধরার
পেতেই হবে তারে।
-মুহাম্মাদ দিদার বিন আজাহার
শিক্ষার্থী, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।