ভরে দাও এ হৃদয় প্রভু তোমার রহমতে
জীবনযাপন করতে পারি যেন তোমার নেয়ামতে,
মরণের আগেও থাকতে পারি যেন
ঈমান আমল নিয়ে সাথে।
তোমার খুশির তরে ছওম রাখি দিন ভরে
জামাআতে ছালাত পড়ি দয়াময় তব দয়া পেতে,
ভুলি যেন ভুল পথ দাও তুমি বরকত
তাক্বওয়ায় রেখো প্রভু সদা ছহীহ সালামতে।
কঠিন বিচারদিনে তোমার রহম বিনে
পার হতে পারবে না এ অধম জানি কোনো মতে।
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ।