কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আমার জন্মভূমি

বাংলা আমার জন্মভূমি

বাংলা আমার প্রাণ,

বাংলা আমার স্বপ্ন আশা

বাংলা আল্লাহর দান।

বাংলা আমার মাতৃভাষা

মায়ের অবদান,

কৃষক-মাঝির কণ্ঠে শুনি

বাংলা মায়ের গান।

বাংলা আমার বেঁচে থাকা

হৃদয় মাঝে সুখ,

বাংলা আমার অসীম আশা

বাংলা আমার দুখ।

বাংলা আমার কাব্য-ছড়া

বাংলা আমার দেশ,

বাংলা আমার রত্ন আশা

ভালোবাসার রেশ।

-শফীক নোমানী

ছাত্র, মাথিয়া ই.ইউ. ফাজিল সণাতক মাদরাসা,

 কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

Magazine