ত্যাগ মহিমার বার্তা নিয়ে
কুরবানীর ঈদ আসে,
চোখের পাতায় ইবরাহীমের
ঐ ইতিহাস ভাসে।
জন্ম-মৃত্যু, ছালাত-ছিয়াম
সবই রবের জন্য,
কুরবানী হোক রবের কাছে
সন্তুষ্টিতে গণ্য।
রক্ত মাংস কোনোকিছু
যায় না রবের কাছে,
বান্দার শুধু দেখেন তিনি
তাক্বওয়া কী আছে।
লোক দেখানো মাংস খেতে
কুরবানী যারা করে,
পশুর গলায় মূল্যবিহীন
ছুরি যেন ধরে।
কুরবানীর ঐ ত্যাগের শিক্ষা
নিতে হবে সবাই,
সবার আগে মনের পশু
দিতে হবে জবাই।
আব্দুর রহমান
সুবার বাজার, পরশুরাম, ফেনী।