বিদায় নিল ফরয ছিয়াম ঈদের নতুন চাঁদে
জ্বালিয়ে পাপ ভস্ম করে ছুড়ল খাদে খাদে।
ঈদের চাঁদে খুশির ডালা অন্তরে দেয় ঢেলে
সকাল থেকেই ঈদগাহেতে ফুলের পাপড়ি মেলে।
ছিয়াম শেষে ঈদ নামিল সকল দেশে দেশে
হাসি খুশির ঢেউয়ের জোয়ার মিশল সাথে এসে।
পাপের বোঝা ধাক্কা খেয়ে অনেক দূরে সরে
রবের ভয়ে ছিয়াম রাখায় নেকীর খাতা ভরে।
পলক থেকেই নেকীর মাসটি হয়ে গেল হাওয়া
হিসাব কষি পুরো মাসের নেকী বদি পাওয়া।
হাজার পাখির কলরবে ঈদুল ফিতর মনে
তাক্বওয়াবান কেমন হলাম ভাবায় ক্ষণে ক্ষণে।
মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।