ছেড়ে যাবে একদিন ক্ষমতার আসন
পারবে না দিতে সেদিন মিথ্যে ভাষণ।
থাকবে না গায়ে তোমার রঙিন পোশাক
মাটি যে হবে তোমার থাকার আবাস।
সেই কথা ভেবেছো কি তুমি একবার?
বিছানাটা হবে তোমার মাটির সোফার।
থাকবে না এসি আর প্রাইভেট গাড়ি
বাঁশ বাগান যে হবে তোমার আসল বাড়ি।
অর্থ-ক্ষমতা সেদিন হয়ে যাবে শেষ
তোমার ঠিকানা হবে ভিন্ন এক দেশ।
যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই
মাটির বিছানাতে হবে সবার ঠাঁই।
এই কথা ভেবে দেখো একবার তুমি
দম্ভভরে হেঁটে কাপিয়ো না ভূমি।
উঁচু মাথা নিচু করো রবের তরে
তাহলে সুখ পাবে তুমি পরপারে।
আশরাফুল হক
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।