কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মাগো তুমি

মাগো তুমি রোজ সকালের ঘুম তাড়ানি পাখি 

তোমার ছোঁয়ায় যায় খুলে যায় আমার দুটি আঁখি।

ভোরের আলো ফুটতে তুমি দাও যে কপালে চুম  

রাত্রি হলে মাগো তুমি দাও যে পাড়িয়ে ঘুম।

তোমার পরশ তোমার স্নেহ থাকবে চিরদিনই

আমি যে মা তোমার কাছে ছোট্ট সোনামণি।

হঠাৎ করে হারিয়ে গেলে ওই  তারার দেশে 

ওই দেশেতে থাকো তুমি শুকতারাটির বেশে। 

রাত্রি জেগে এখন তো আমি আর পড়ি না বই

তারার সাথে একলা বসে তাই মনের কথা কই। 

তোমার ছোঁয়া পাই না আজও সকাল দুপুর সাঁঝে

আর দেখি না স্বপ্ন আমি বইয়ের ভাঁজে ভাঁজে। 

দুধের বাটি পাশে নিয়ে তুমি আর থাকো না মা 

আদর করে যে সোনামণি আর ডাকো না মা। 

আমার উপর তুমি মাগো অনেক অভিমানী

তারার দেশে থাকো তুমি হয়ে তারার রানি।

-শাকিব হুসাইন 

খানসামা, দিনাজপুর।

Magazine