কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাংলাদেশ

post title will place here
আমার দেশের নদীনালা সবার চেয়ে সেরা,
সবুজ শ্যামল বাংলাদেশ সোনার ফসলে ঘেরা।
আমার বাংলা, তোমার বাংলা—সোনার বাংলাদেশ,
নদীর কূলে, মাঠের ধারে সাজে মোহন বেশ।
ঋতুর রঙে বদলায় রূপ, মুগ্ধ করে মন,
ফুলে ফুলে ভরে থাকে দেশের সব বন।
কুরআনের শাশ্বত বাণী আলোর পথ দেখায়,
আমার দেশের প্রকৃতিতে রহস্য মিশে রয়।
-রুম্মান ইসলাম
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine