ছালাত ক্বায়েম করে
মাগো প্রভুর তরে।
দিনে-রাতে করো ক্বায়েম
আল্লাহ তাআলার ডরে।
ছালাত যদি না পড় ভাই
থাকবে না সেদিন কোনো ঠাঁই।
ছালাতছাড়া নেই কোনো গতি
জীবনে যদি করতে চাও উন্নতি।
ছালাত পড়ো সময় হলে
প্রতিফল পাবে আখেরাতে।
কবুল করো রহমান
আমার ছালাতের আহ্বান।
আব্দুল ওয়াদুদ বিন আবূ বকর
ছাত্র, নবম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।