কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছালাত শিক্ষা

ছালাত শিক্ষা আমি এখন

ছোট্ট থেকে শিখি,

ছালাত পড়ার নিয়ম-কানুন

স্মৃতি পটে লিখি।

ফজরে দুই যোহরে চার

আছরে চার ফরয,

মাগরিবে তিন এশায় চার

প্রভুর প্রেমের গরয।

ফজর যোহর আছর মাগরিব

এশা পাঁচ ওয়াক্তে,

ছালাত পড়ি রাত্রি-দিনে

পূব-পশ্চিম অসেত্ম।


     


Magazine