মাঝে মাঝে আমাদের মন খারাপ হয় ভীষণ,
এই সময়গুলোতে ভালো থাকতে পারি না আমরা।
হতে পারে- এমন হওয়ার কারণ,
কোনো পাপ, প্রত্যাশিত কিছু না পাওয়া,
একাকিত্ব বা কিছু হারিয়ে ফেলা।
তাই উচিত, পাপ থেকে বাঁচার যারপরনাই প্রচেষ্টা,
কখনো ভুল হলে, সঙ্গে সঙ্গেই তওবা করা।
উচিত আরো, প্রত্যাশা কম করা,
কারণ, মানুষ দুঃখী- যত তার প্রত্যাশা।
তবে, হোক আমাদের প্রত্যাশার সবটা,
সেই দাতার তরে, যিনি কখনো নিরাশ করেন না।
আর কখনো নিজেকে নিঃসঙ্গ না ভাবা,
আল্লাহ তাওফীক্ব, রহমত দিয়ে বান্দার সাথে সদা।
যত দুঃখ, যত ব্যথা- একমাত্র সেই রবকেই বলা,
যিনি পারেন দূর করতে জমা যত হৃদয়ের বালা’।
মাযহারুল ইসলাম আবির
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।