কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

অপসংস্কৃতি (চতুর্দশপদী কবিতা)

মানব যাচ্ছে দেখ অদ্য নির্লজ্জতায়,

প্রেম নামক বিষের স্রোতে গা ভাসাই।

কত যুবক যাচ্ছে যে বেহায়াপনায়,

তার নির্দিষ্ট কোনো খোঁজ-খবর নাই।

কত যুবতী দেখ কুমারীত্ব হারায়,

দেখে মনে হয় কিছু যায় আসে নাই।

সমাজ অদ্য উদ্ভুত হচ্ছে পশ্চিমায়,

নির্লজ্জতা ভরে গেছে কানাই কানাই।

পেতে চাও যদি অদ্য এ থেকে রেহাই,

আত্মবিশ্বাস নিয়ে করো সত্যের রথ।

দেশ থেকে অপসংস্কৃতি তাড়াতে চাই,

ফিরে পেতে চাই যে মোরা স্বস্তির পথ।

ঘুমাতে চাই মোরা শান্তির পতাকায়,

কোনো অস্বস্তি যেন অদ্য না পায় ঠাঁই।

-মো. শফিকুল ইসলাম সুজন

চৌগাছা, যশোর।

Magazine