পরিবারের রক্ষণাবেক্ষণ কর্তা-কর্ত্রী করে
পরস্পরের পরামর্শে সুন্দর সংসার গড়ে।
অনৈক্য ও গৃহযুদ্ধসম, ক্ষতি ভবে নাই
গোত্র কলহে আরবজাতির কুখ্যাতি ছিল তাই।
ইতর থেকে হিংস্র প্রাণী, বুনো হাতির দল
দলনেতা চালায় জানি, নেই কোনো কোন্দল।
ঘাস লতাদির সবুজ চত্বর প্রাণীর দল পেলে
নিশ্চিন্তে খায় সবাই, বাধা কেউ না দিলে।
বাঘ-সিংহ সদলবলে মস্ত জীব শিকার করে
নেতা নাহি গ্রাস করলে, কাউকে তাড়া করে।
মানুষ রবের মহান সৃষ্ট মানলে নীতি উৎকৃষ্ট
ব্যর্থতার চরম নিকৃষ্ট, লা‘নত দেয় ভূপৃষ্ঠ।
মুহাম্মাদ আব্দুল মালেক মাহমূদ
শিক্ষক (অবঃ), মনিপুর স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।