আয় ছেলেরা আয় মেয়েরা
ছালাত পড়তে যাই,
রাস্তাঘাটে বসে থাকলে
কোনো লাভ নাই।
পাঁচ ওয়াক্ত ছালাত পড়লে
ভালো থাকে মন,
এসো আমরা ছালাত পড়ে
ধন্য করি জীবন।
ছালাতের কথা রেখো স্মরণ
সফল হবে জীবন,
সামনে তোমার নেই বেশি দিন
আসবেই তো মরণ।
-আবূ মাহদী মামুন বিন আব্দুল্লাহ
অধ্যয়নরত, আক্বীদা ও দাওয়াহ বিভাগ,
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব।