কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বেহুঁশ

পৃথিবীর পিছু ছুটে ছুটে হায়!

হয়ে গেল বেলা শেষ,

শ্বেতকায় হলো মস্তক জুড়ে

ঘোর কালো এলো কেশ!

তবু্ও এখনো কাটেনি ঘোর

হায়রে বিভোর পথভোলা,

হবে কবে হুঁশ! হায় বেহুঁশ–

থেমে গেলে কি পথচলা?

সাদা রে দেখ কালো তুমি হায়!

কালো রে দেখ বেশ সাদা।

তাই পাপের পথে চললে নেচে–

এ পথ যে ভাই জম কাদা!

কাঁদবে সেদিন অঝোর ধারায়,

ভাসবে নয়ন জলে!

জাহান্নামের শিকল শোভিত

হবে এই সরু গলে!

আকাশের মতো লাঞ্ছনা নিয়ে

কেটে যাবে কতকাল।

কল্পনাতীত কষ্টের মাঝে–

ফুরাবে না মহাকাল!

আকুতি করে মৃত্যু কামনা–

জীবনের অবসান।

পাবে না কিছুতে কেঁদে কেঁদে যদি

আঁখি হয় অকুলান!

রায়হানুল ইসলাম


Magazine