কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আওয়াজ তুলো সবে

post title will place here
কত আছিয়া এভাবে
 অকালে দিবে প্রাণ?
অপরাধীরা অপরাধ করে
গাইবে রে স্বাধীন গান!
নরপশুর থাবায় এবার
আগুন দিতে হবে,
জনসম্মুখে প্রস্তরাঘাত
আওয়াজ তুলো সবে।
ফুল হয়ে ফুটার আগে
কলিতেই ঝরল প্রাণ,
আছিয়ার ঐ আর্তনাদে
দিবে তো জাতি কান?
বাঙালিরা এখন তো আর
মুখ বুজে থাকে না,
তবুও কেন নরপশুদের
চোখ শাস্তি দেখছে না?
ভবিষ্যতে কোনো শিশু
অকালে না মরে,
এমন নির্যাতন যেন আর
শিশুকে না মারে।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Magazine