কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শীতের দিনে

post title will place here
শীতের দিনে হিমেল হাওয়া 
লেপ-কাঁথা শুয়ে থাকা, মন বাইরে না যাওয়া।
শীতকালে মুয়াজ্জিন হাকে ফজর আযান
মুমিন-মুসলিম বিছানা ছেড়ে মসজিদে যান।
ফজর ছালাত জামাআতে আদায় করে
কুরআন পড়ে রবের ভয়ে।
ভোরবেলা কুয়াশা ঢাকা গাঁ
মেঠো পথে হাঁটলে শিশিরে ভেজে পা।
উত্তুরে হিমেল হাওয়া বাড়ে কষ্ট
গরীব-দুঃখী-অসহায় বাড়ে দুঃখ-কষ্ট। 
পথের ধারে গাছের ডালে যারা অসহায়
জীর্ণ-শীর্ণ পোশাক আছে কি কেহ সহায়?
শীতের দিনে ভোরবেলা খেজুর রস,
মুড়ি-পিঠা, ভাপাপিঠা খেলে শিশু হয় বস!
 -আনিছুর রহমান
তেঁতুলতলা, বগুড়া।
Magazine