কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

তোমাতেই সব

post title will place here

অসহনীয় লাগে সবকিছু, থাকি যবে পাপের অতলে,

চোখের জলে কপোল ভিজে, স্বস্তি পাই তব মুনাজাতে।

নৈরাশ্যের অগাধ সমুদ্রে ভাসি আমি, পাই না খুঁজে তট,

আশ্বাস পাই প্রভু, সরিলে তোমায় এ চিত্তপট।

মানবিক ব্যথা, প্রীতিশূন্যতায় ভরা জীবন-ফোয়ারা,

এ হৃদে বহে সদা তোমার ভালোবাসার স্রোতধারা।

মন খারাপের দিনে পাশে থাকে না কোনো জন,

নীরবে-নিভৃতে, গাঢ় নিশুতিতে করি তোমায় স্মরণ।

এফোঁড়-ওফোঁড় হয় এ হৃদয় দেদার কষ্টের ঝড়ে,

হৃদের বেদন কমাতে তাই ছুটি তোমার রহম পানে।

তিমিরময় নিবিড় নিশায়, হয়ে যাই উদ্ভ্রান্ত,

আলোর পথ পাই না খুঁজে যদি না দেখাও পথ-প্রান্ত।

হাজারো সমস্যার ফাঁদে রাখি আমি পা,

উদ্ধারক হয় সদা তোমারি ক্ষমতা।

ভুলের গর্তে পড়ি আমি, কাঁদি আফসোস-পরিতাপে,

তখনই দেখা মিলে তোমার, ক্ষমার ঝুলি হাতে।

আছে যত মোর পাপ, ক্ষমা করো প্রভু।

আর যেন পাপাত্মা নাহি হই কভু।

তুমিতো আল্লাহ মহান, তুমিতো সব...

তুমি মোদের প্রভু-মালিক, অদ্বিতীয় রব।

-মাযহারুল ইসলাম আবির

নবম শ্রেণি, আল-জামিআহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, রাজশাহী

Magazine