কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ধন্য জীবন

post title will place here

আশ্রয় চাই আল্লাহর কাছে, শয়তান থেকে যিনি রক্ষা দেন,
শুরু করি তাঁরই নামে, করুণায় যাঁর হৃদয় ভরে যায় সর্বক্ষণ।
প্রাণের চেয়ে প্রিয় হোক ঈমান, সেই হোক জীবনের আলো,
নেক আমলে আলোকিত হবে ক্বলব, হৃদয় হবে ভালো।

জাহান্নামের পথঘাট ঘেরা লোভ-লালসার জালে,
জান্নাতের পথ কঠিন, তবুও হই সকলে সতর্ক চালে।
কুরআন-হাদীছ আমাদের জীবনের চূড়ান্ত অনুষঙ্গ,
ভ্রান্ত মত ও পথ নয়, চাই সঠিক জ্ঞানের সঙ্গ।

কুরআন ও সুন্নার আলোকে বলি মোরা প্রতিটি কথা,
রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেখানো পথেই পাই সফলতা।
তাঁর তরিকায় জীবন গড়ি, একনিষ্ঠ আল্লাহর তরে,
তবেই তো ধন্য হবে এ জীবন, জন্ম হবে সার্থক করে।

-আব্দুল বারী

পন্ডিতপুকুর, নন্দীগ্রাম, বগুড়া।


Magazine