কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

খোকার চাওয়া

post title will place here
আম্মু আমায় সজাগ করো
রাখব আমি ছিয়াম,
করব মজার ইফতারী আর
মধ্যরাতে ক্বিয়াম।
আলিফ-বা-তা পড়ব ও মা
তোমার সাথে বসে,
অন্তরে সেই নিয়্যত করি
ঈমান দিয়ে কষে।
সময়মতো পড়ব ছালাত
করব আমি দু‘আ,
আল্লাহ যেন দেন আমাকে
রহমতেরই ছোঁয়া। 
ফিত্বরা দিব খাদ্য দিয়ে
নিজের হাতে এবার,
আম্মু আমি মানুষ হব
নিত্য মানবসেবার।

শাহিন ইসলাম
দি রিয়েল হোমিও ক্লিনিক, মগবাজার, ঢাকা।
Magazine