কুরআন পড়ো সকাল-বিকাল অর্থ বুঝে বুঝে
কুরআন দেখায় সরল এক পথ নিতে হবে খুঁজে।
কুরআন পড়লে মনের ঘরে জ্বলে নূরের আলো
কুরআন পড়লে শুদ্ধভাবে পরকাল হয় ভালো।
কুরআন পড়লে বাড়ে যে মান আল্লাহ তাআলার কাছে
কুরআন পড়ে নাস্তিক বলে সৃষ্টিকর্তা আছে।
কুরআন পড়ো কাজের ফাঁকে কুরআন জীবন গড়ে
দশটি নেকী পাবে তুমি প্রতি হরফ পড়ে।
কুরআন পড়লে ক্বিয়ামতে সহজ হবে খোঁজা
হেলায় ফেলায় দিন কাটালে বাড়ে পাপের বোঝা।
কুরআন পড়ে পুণ্য কামাও জীবন হবে ধন্য
কুরআন পড়ো ছহীহভাবে পরকালের জন্য।
-জিশান মাহমুদ
শ্রীবরদী, শেরপুর।