কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ধর্ষিতা

পড়ে আছে কচি পাপড়িসম তনু খানি

অস্ফুট কোরকসম অবয়ব খানি,

কচি কিছু সুপারি গাছের ছায়ায়

নিবিড় প্রকৃতির প্রেম মায়ায়।

জড়িয়েছে যেন মৃত্তিকা তারে প্রেম রেখায়

আঁকড়ে রয়েছে মানিক খানি পরম মায়ায়,

পড়ে আছে করুণ কোমল তনু খানি

হাত মুখ বাঁধা স্নিগ্ধ, সুকুমার পুষ্প খানি।

কালো ভ্রু তলে চির নিমীলিত আঁখি

হৃদয় ভরা অশ্রুভার গুঞ্জরিয়া চাহি,

গগণ অন্ধকার ফুঁড়ে কঠিন ইনছাফ বাণী

আসমান পরে প্রভুর আরশে চাহি।

অস্ফুট কোরকসম অবয়ব খানি

ধিক্কারে কঠিন অপমান বাণী,

মানবতার বুকে ব্যর্থ আঘাত হানি

জানায় সমাজের নির্লজ্জতার আঁচল টানি,

শিক্ষার কপট দ্যুতির নিঃস্বতা ভাঙি

আধুনিকতার আড়াল ছিড়ে আসল রূপ খানি।

আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক

ফারেগ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,বানারাস, ভারত।

Magazine