অবৈধ প্রেম কভু
আনতে পারে না সুখ,
করতে পারে শুধু
ইসলামবিমুখ।
এভাবেই যুবকেরা আজ
দিনকে করছে বিকৃতি,
কোমল তরুণীদের দেখে
হয়ে যাচ্ছে জাহান্নামী।
একথাটি বুঝাতে গিয়ে
এসেছে কত অত্যাচার,
মৃত্যুর পর পাবে তারা
এর আসল পুরস্কার।
শাফিউল্লাহ বিন মুজিবুর রহমান
অধ্যয়নরত, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইন্সটিটিউট,
উত্তরা, ঢাকা।