কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পরকাল

post title will place here
কবর দেশে যাব একদিন
আল্লাহর ডাক এলে,
দু‘আ-কালাম পড়ে সবাই
বিদায় আমায় দেবে।
কতজনের কাঁধে করে
যাব আমি চলে,
রাখবে একা আমায় সবে
বাঁশ বাগানের তলে।
ক্ষণিক জীবন চলার পথে
কত যে ভুল হয়,
ভুলের ক্ষমা না পেলে
উপায় বলো কই।
মনটা আমার দুরুদুরু
করবে যে সেদিন,
আল্লাহর সামনে দণ্ডায়মান হতে
আমার ভয় যে সীমাহীন!
-মুনতাজ্জিমুর হুসাইন
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine