প্রভু! মোদের পরে তব রহম-রং এঁকে দাও
ধূসর জীবনের গোধূলিতে তব সুর জাগিয়ে দাও।
মুছে দিয়ে পাপ, এ জীবন রাঙিয়ে দাও
বসন্ত ফুলের পরাগের রঙে রাঙিয়ে দাও।
যে সুরে, হিল্লোলে তব করুণা, সে সুর দাও
যে মেশে না এই মোহ কল্লোলে সে ঈমান-শক্তি দাও।
কঠিন পাপে, গভীর গহ্বরে না মোরে কাঁদাও
ব্যথার টানে এসেছি তব দ্বারে, না মোরে ফেরাও।
পরিকীর্ণ দিগন্ত সম তব দয়া, ক্ষমা-নীরদ দাও
আমি পন্থহারা পাপ কান্তারে পথ মোরে দেখাও।
মগজগলা রোদ্রে তব আরশ-ছায়া পাব, সে আমল দাও
‘ইয়া লায়তানী কুনতু তুরাবা’ কাঙাল বাণী না মোরে দাও।
সুহকান! সুহকান! ধিক্কার বাণী না তুমি শোনাও
কাওছারের পরশে পিয়াস বুঝিবে, সে আমল দাও।
-আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক
ফারেগ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
বানারাস, ভারত।