কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছুবহে ছাদিক্বের আহ্বান

post title will place here
ছুবহে ছাদিক্ব ডাকছে তোমায়
শয্যা ছেড়ে উঠো,
কুসুমবাগের পাপড়ি হয়ে 
রজনিতে ফুটো।
দিনে রাতে পাঁচটি বারে
মিনার তুলে সুর,
জং ধরা ওই হৃদয় থেকে 
আলসে করো দূর।
পাপরাশি সব ধুয়ে মুছে 
ওযূর সাথে যায়, 
কাতারবন্দি হই ছালাতে
চলো সবে ভাই। 
জান্নাতেরই চাবি ছালাত
খুলতে হলে দোর,
আঁধার কেটে আসবে তোমার
দুয়ারে যে ভোর।
গোলাম আজম খান
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine