ছুবহে ছাদিক্ব ডাকছে তোমায়
শয্যা ছেড়ে উঠো,
কুসুমবাগের পাপড়ি হয়ে
রজনিতে ফুটো।
দিনে রাতে পাঁচটি বারে
মিনার তুলে সুর,
জং ধরা ওই হৃদয় থেকে
আলসে করো দূর।
পাপরাশি সব ধুয়ে মুছে
ওযূর সাথে যায়,
কাতারবন্দি হই ছালাতে
চলো সবে ভাই।
জান্নাতেরই চাবি ছালাত
খুলতে হলে দোর,
আঁধার কেটে আসবে তোমার
দুয়ারে যে ভোর।
গোলাম আজম খান
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।