মাগো তুমি এই ভূবনের শ্রেষ্ঠ নেয়ামত,
তাইতো তুমি শিশুকালে করেছ যে কত মেহনত।
শৈশবে কত কষ্ট দিয়েছি তোমায় মা,
তবুও কোলে তুলে নিয়েছ তুমি বলে বাবা।
মাগো তুমি আমার জন্য এ জীবনে করছ যা,
জীবন দিয়েও শোধ
হবে না মাগো তা।
মাগো তুমি এই ধরাতে সফলতার চাবি,
তাইতো মাগো তোমার কাছে করি সব দাবি।
দুঃখভারাক্রান্তে বলি ওগো আমার মা,
ক্ষমার দৃষ্টিতে দেখিয়ো মোরে কষ্ট দিয়েছি যা।
তোমার কাছে নাকি মাগো সব দু‘আ সম্ভার,
তাই খুলে রাখলাম মাগো, মোর
জীবনের অন্তর।
মাগো তুমি সবচেয়ে আপন দয়ার সুরের বাসি,
কী করে দেখাবো
মাগো, তোমায় যে কত ভালোবাসি।
-আব্দুল ওয়াদুদ বিন
আবূ
বকর
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।