কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গজনী অভিযান

অরুণ প্রাতের তরুণ কবি জেগেছে বখতিয়ার,

ভেদিয়া নিশি আনিবে রবি খুলিবে রুদ্ধ দ্বার।

আর্ত-মানবের ক্রন্দন রোল শুনিছে বিশ্ব আজ,

দেখিয়া নবীনের ভালে পড়েছে চিন্তার ভাঁজ।

তোলো তকবীর, পড়ো তয়্যেবা, পরো রণসাজ,

বিন ওয়ালিদের খঞ্জন ধ্বনি শুনুক পৃথিবী আবার।

তোমার লহুতে ভিজুক ময়দান, টুটবে অন্ধকার।

শান্তির নামে নিরীহ জাতিকে করছে যারা দাস,

মানুষের হাতে মানুষের খুন সে অসুরের কাজ।

ও দাদা ঠাকুর দেখেছ বিলাই, দেখনি শার্দুল!

আমরা হলাম ঈসা-মেহেদীর দল উম্মাতে রাসূল।

ইমান মোদের এটমিক বোম্ব ঝঞ্ঝা তার বাহন,

এলাহী বিধান করিতে ক্বায়েম মোদের আগমন।

ক্বায়েমী শক্তি রুধিতে চালাও গজনী অভিযান।

-আব্দুল মুমিন

দাওরায়ে হাদীছআল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

বীরহাটাব-হাটাবরূপগঞ্জনারায়ণগঞ্জ।


Magazine