পড়ো তোমার রবের নামে কুরআন-হাদীছ পড়ো
কুরআন-হাদীছ দিয়ে তুমি জীবন তোমার গড়ো।
পড়ো বইয়ের পাতায় চোখ ডুবিয়ে যত বেশি পারো
পড়বে যত জানবে তত বাড়বে জ্ঞান আরো।
পড়ো তুমি জানতে তোমায় চিনতে আর রবকে
পড়ো তুমি জানতে হলে এই পৃথিবীর সবকে।
পড়ো তুমি করতে প্রচার মহান রবের দ্বীনকে
নাস্তিকদের জবাব দিতে বুঝিয়ে দিতে হীন কে!
-মো. জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।